Make money by Ojooo

Wednesday, March 8, 2017

Dhaka University's 50th convocation

Dhaka University's 50th convocation



যে ইউনিভার্সিটি আমাকে ফরম দেয়নি যোগ্যতা ছিলনা বলে,আজ আমি তার চ্যান্সেলর 
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ৫০ তম সমাবর্তনে মাননীয়

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আচার্য
ড: আব্দুল হামিদের কিছু মজার উক্তি-

১. প্রেমপত্র লেখা অসাধারণ একটি সাহিত্য ।
২.ঢাকা বিশ্ববিদ্যালয়ে না পরলেও সব গুলো হলে

থেকেছি,রোকেয়া হল বাদে।

৩.রোকেয়া হলের আশেপাশে অনেক
ঘোরাঘুরি করতাম।
৪.বক্তৃতা দেবার সময় দর্শকদের মুখ দেখতে
হয়,যে তারা বক্তব্য গ্রহন করছে কিনা,কিন্তু
এখানে আমি কারো মুখই দেখতে পাচ্ছি না।
৫. আমার মেট্রিকে ছিল থার্ড ডিভিশনঢাকা
ইউনিভার্সিটিতে চান্স পাওয়া দূরের কথা ফরমই
কিনতে পারি নাই। ভাগ্যের কি লীলা খেলা,আমি
আজকে ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলর!
৬. এক সময় গাউন পড়া ছেলেমেয়েদের
দেখলে হিংসা হত। এখন গাউন পরে বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাইসিনথেটিকের এই
কাপড়ে গরম লাগে। বাতাস ঢুকে না। মাননীয় ভিসি
কে অনুরোধ করছি সমাবর্তন যেন শীতকালে
করা হয়।
৭. বি.এ পরীক্ষায় পাশ করতে পারছিলাম না।
আত্মীয় স্বজন টিটকারি মারতেছিল। তখন আমি এক
জনসভায় ঘোষনা দিলাম আইয়ুব খান,মোনায়েম খান
পদত্যাগ করার আগ পর্যন্ত আমি বি.এ পাশ করবো
না।


আপনি যদি পরীক্ষায় প্রথম হন,তাহলে প্রকৌশলী হবেন,আর যদি পরীক্ষায় খারাপ করেন ওই প্রকৌশলীর চাকরিদাতা প্রতিষ্ঠানটির মালিক আপনি হতে পারেন।শীর্ষ ধনী বিল গেটস বলেছেন,আমি হার্ভাটে তিনটি বিষয়ে ফেল করেছিলাম।আমার এক বন্ধু সব বিষয়ে হাইয়েস্ট মার্ক পেয়েছিল,আমার সেই বন্ধুটি আমার প্রতিষ্ঠানে সফট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করে।
আপনি যদি ভাল ছাত্র হন ডাক্তার হবেন,আর যদি ভাল ছাত্র না হন,তাহলে একটা হাসপাতালের মালিক হতে পারেন।
আপনি যদি ভাল ছাত্র হন সচিব হবেন,আর যদি ভাল ছাত্র না হন মন্ত্রী হতে পারেন।
কাজেই হতাশার আবরনে নিজেকে ঢেকে ফেলা নয়


1 comment:

একটি অপদার্থ বালকের গল্প : লেখক ফয়জুল হক --------------------(- _- )------------------ আম...