Make money by Ojooo

Thursday, September 28, 2017

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে সফল অস্ত্রপ্রচার, দোয়া চাইলেন দেশবাসীর কাছে।

সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেহে ২৫শে সেপ্টেম্বর স্থানীয় সময় রাত ৮টায় সফল অস্ত্রপ্রচার হয়েছে। 

এর আগে প্রধানমন্ত্রী হঠাৎ পেটে ব্যথা অনুভব করলে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং গলব্লাডারে অস্ত্রপ্রচারের সিদ্ধান্ত নেন।
এ সময় প্রধানমন্ত্রীর পাশে তাঁর ছোট বোন শেখ রেহানা এবং পুত্র সজীব ওয়াজেদ জয় উপস্থিত ছিলেন।
সফল অস্ত্রপ্রচার শেষে একদিন পর প্রধানমন্ত্রী তাঁর আবাসস্থলে (place of residence )  ফিরে আসেন। বর্তমানে তিনি সম্পূর্ন সুস্থ আছেন।
চিকিৎসকের পরার্মশ অনুযায়ী তিনি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রী দেশ বাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।  আগামী ৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।

প্রেস রিলিজওয়াশিংটন, সেপ্টেম্বর ২৬স্বাক্ষর:ইহসানুল কারিমপ্রধানমন্ত্রীর প্রেস সচিব

প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

No comments:

Post a Comment

একটি অপদার্থ বালকের গল্প : লেখক ফয়জুল হক --------------------(- _- )------------------ আম...