আমাদের স্বপ্ন, আস্থা,আশ্রয়রে ঠিকানা,মাদার অফ হিউম্যানিটি খ্যাত বিশ্ব শান্তির অগ্রদূত, ডিজিটাল বাংলার রুপকার,বাংলাদেশ ছাত্রলীগের আস্থার শেষ ঠিকানা, বিদ্যানন্দীনি, সারা বিশ্বের নিপীড়িত, নির্যাতিত মানবতার একমাত্র নেত্রী, সমুদ্রবিজয়ী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭১তম শুভ জন্মদিন অাজ।
১৯৪৭ সালের ২৮সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি
নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছা মুজিবের বড় মেয়ে শেখ হাসিনা।
বাংলার মানুষ জানে ---
যতদিন তুমি বেঁচে আছো, যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।
বেঁচে থাকো প্রিয় প্রধানমন্ত্রী, বাংলার কোটি মানুষের স্বপ্ন পূরর্ণের জন্য, নিপীড়িত কোটি অসহায় মানুষের জন্য, পিতা মুজিবের সোনা বাংলা ও তোমার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, এই বাংলাদেশের জন্য, পিতা মুজিবের আদর্শের প্রকৃত অসহায় কর্মীদের জন্য, তুমিই শেষ ভরসা। তুমি সোনার বাংলা।
সুস্থতা, দীর্ঘায়ু, সফলতা কামনা করি,
করবো যতদিনচে বেঁ আছি।
শুভ জন্মদিন
"হে বঙ্গকন্যা
বাংলার ১৬ কোটি মানুষ আজ ধন্য
একমাত্র শুধু তোমারই জন্য
অাজকের এই দিনটির জন্য "
![]() | ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, | Prime Minister Sheikh Hasina |
১৯৪৭ সালের ২৮সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি
নদী তীরের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন নেছা মুজিবের বড় মেয়ে শেখ হাসিনা।
বাংলার মানুষ জানে ---
যতদিন তুমি বেঁচে আছো, যতদিন তোমার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।
বেঁচে থাকো প্রিয় প্রধানমন্ত্রী, বাংলার কোটি মানুষের স্বপ্ন পূরর্ণের জন্য, নিপীড়িত কোটি অসহায় মানুষের জন্য, পিতা মুজিবের সোনা বাংলা ও তোমার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, এই বাংলাদেশের জন্য, পিতা মুজিবের আদর্শের প্রকৃত অসহায় কর্মীদের জন্য, তুমিই শেষ ভরসা। তুমি সোনার বাংলা।
সুস্থতা, দীর্ঘায়ু, সফলতা কামনা করি,
করবো যতদিনচে বেঁ আছি।
শুভ জন্মদিন
"হে বঙ্গকন্যা
বাংলার ১৬ কোটি মানুষ আজ ধন্য
একমাত্র শুধু তোমারই জন্য
অাজকের এই দিনটির জন্য "
No comments:
Post a Comment